ক্রমিক নং |
সেবা সমূহ / সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান |
০১ |
গ্রামিণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ
|
উপজেলার অন্তর্গত সকল উপজেলা ও ইউনিয়ন সড়কেরবাস্তব অবস্থা, যানবাহন চলাচলের সংখ্যা এবং সড়কের সেতু/ কালভার্ট এর অবস্থা পযবের্ক্ষণ করে উপজেলা ডাটাবেজ হালনাগাদ করে প্রাক্কলন সহ উপজেলা প্রকৌশলী জেলার নিবার্হী প্রকৌশলীর মাধ্যমে আঞ্চলিকত ত্বাবধায়ক প্রকৌশলীর অফিসে প্রেরন করবে৷ যাচাই বাছাই শেষে অনুমোদনের পরসংশ্লিষ্ট জেলার নিবার্হী প্রকৌশলী দরপত্র আহবান করে রক্ষণাবেক্ষণ নির্দেশিকার আলোকে রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করবে। |
০৬ মাস |
প্রধান প্রকৌশলী বরাবরে আবেদন। |
০২ |
বিজ্ঞাপন বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ |
পিপিআর-২০০৮ এর বিধি অনুযায়ী দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। |
পিপিআর-২০০৮অনুযায়ী |
প্রধান প্রকৌশলী বরাবরে আবেদন। |
০৩ |
প্রাক-দরপত্র সভা আহবান |
দরপত্র দাতাগনের দরপত্র দলিল বা দরপত্র সংশ্লিষ্ট কোন প্রশ্ন বা ব্যখ্যা প্রদানের লক্ষ্যে প্রাক-দরপত্র সভা আহবান করা হয়ে থাকে। উক্ত সভার কার্যবিবরণী দরপত্র ক্রয়কারী সকল দরপত্র দাতাদের নিকট প্রদান করা হয়ে থাকে। |
পিপিআর-২০০৮ অনুযায়ী |
প্রধান প্রকৌশলী বরাবরে আবেদন। |
০৪ |
দরপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ওনিষ্পত্তিকরণ |
পিপিআর-২০০৮ এর বিধির আলোকে অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তিকরণ করা হয়। |
২ মাস |
প্রধান প্রকৌশলী বরাবরে আবেদন। |
০৫ |
জিআইএস ম্যাপ সরবরাহ। |
উন্নয়নমূলক কর্মকান্ডের পরিকল্পনা প্রণয়নও বাস্তবায়নের সুবিধার্থে অনুমোদিত ফি তালিকা অনুযায়ী ফি প্রদান করা সাপেক্ষে জেলা ও উপজেলা ম্যাপ সরবরাহ করা হয়ে থাকে। |
মূল্য পরিশোধের পর ১৫দিন। |
নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন। |
০৬ |
অন্য কোন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তরের ডিপোজিট ওয়ার্ক বাস্তবায়ন। |
অন্য কোন মন্ত্রণালয়, সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে সমঝোতা চুক্তি অনুযায়ী কাঠামোগত বা স্থাপত্য নকশা প্রণয়ন, ক্রয়কার্য সহ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। |
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় |
প্রধান প্রকৌশলী বরাবরে আবেদন। |
০৭ |
কৃষিকাজে ভূ-উপরিস্থ ক্ষুদ্রাকার পানি সম্পদ ও টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান। |
গ্রামীণ এলাকায় অনুর্ধ ১০০০ হেক্টর বা ২৫০০ একর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি সংক্রান্ত যে কোন সমস্যা যেমন সেচ এলাকা বৃদ্ধি, পানি সংরক্ষণ, বন্যা ব্যবস্থাপনা ও জলাবদ্ধাতা দূরীকরণের জন্য স্বার্থসংশ্লিষ্ট জনগণ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে অথবা সরাসরি এলজিইডি’র উপজেলা প্রকৌশলী/ নির্বাহী প্রকৌশলী/ প্রকল্প পরিচালক এর নিকট আবেদন করতে পারেন। আবেদনের ৬ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য কিনা সে ব্যাপারে অবহিত হবেন। বাস্তবায়নযোগ্য হলে দেড় থেকে দুই বছরের মধ্যে প্রকল্পের সুফল পাবেন। |
প্রকল্প চলাকালীন ২ বছরের মধ্যে |
প্রকল্প পরিচালক, ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন প্রকল্প, এলজিইডি ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭। |
০৮
|
উপ-প্রকল্পের স্থানীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) গঠন ও আর্থ- সামাজিক উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান।
|
উক্ত প্রকল্প এলাকার জনগণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) গঠনে সার্বিক সহায়তা পাবেন। পাবসস এর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক, দারিদ্র হ্রাসকরণ, আর্থিক লেনদেনহিসাব, কৃষি উন্নয়ন, গবাদি পশু ও হাঁস মুরগী পালন, মৎস্যচাষসহ অন্যান্য সামাজিক উন্নয়ন কাজে প্রশিক্ষণ সহায়তা পাবেন।
|
উপ-প্রকল্পের প্রশিক্ষণক্যালেন্ডার অনুযায়ী
|
প্রকল্প পরিচালক, ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন প্রকল্প, এলজিইডি ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
|
০৯
|
অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং জীবিকা উন্নয়নে ঋণ সহায়তা প্রদান।
|
উপ-প্রকল্প হস্তান্তরের পর পাবসস কর্তৃক অংশগ্রহণমূলক নিয়মিত রক্ষণাবেক্ষণ করার পর অর্থ প্রাপ্তি ও শর্ত সাপেক্ষে জরুরী ও মৌসুমী রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাবেন। প্রয়োজনের উপযুক্ততা উল্লেখপূবর্ক লাইভলিহুড ইমপ্রুভমেন্ট ট্রাষ্ট হতে ঋণ সহায়তা পেতে পারেন।
|
৩ মাস (প্রতি অর্থবছরের ডিসেম্বর-জানুয়ারী মাসের মধ্যে প্রস্তাব প্রেরণ করতে হবে)
|
প্রকল্প পরিচালক, ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন প্রকল্প, এলজিইডি ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
|
১০
|
তথ্য অধিকার আইনের আলোকে এলজিইডির কর্মকান্ড সম্পর্কে তথ্য প্রদান
|
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে তথ্য অধিকার আইনের আলোকে প্রকাশযোগ্য তথ্য প্রদান করা হয়ে থাকে।
|
আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা।
|
উপজেলা প্রকৌশলী বরাবরে আবেদন।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস